ক্যাড (CAD) শব্দের অর্থ হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাফটিং ডিজাইন, যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশ অঙ্কন করা। প্রধানত অটোক্যাডের সাহায্যে যেকোন 2D ও 3D মডেল নির্মাণের ডিজাইন ছাড়াও ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন করা হয়। অটোক্যাড সফ্টওয়্যারের মাধ্যমে দ্রুত ও সহজে আকর্ষণীয় ডিজাইন করা যায়। বর্তমানে স্থাপত্য প্রকৌশল শিল্প ও ইন্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে অটোক্যাড গুরুত্বপূর্ন স্থান নেওয়ার কারনে সারা বিশ্বে বড় বড় স্থাপনার ডিজাইন প্রথমে কম্পিউটারের অটোক্যাডের মাধ্যমে করা হয়